গ্যাস লিক করে হোটেলে আগুন,ভষ্মিভূত নগদ টাকা

বাদশা সেখ, হুগলী: হোটেলের রান্না করার সময় গ্যাস লিক করে আগুন ধরে ভষ্মিভূত হলো ছটি দোকান। ঘটনাটি ঘটেছে হুগলীর চন্ডীতলা থানার জলাপাড়ায় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে। জানা গেছে বুধবার বিকালে তারক হালদার নামের এক দোকানী তার হোটেলে রান্না করছিলেন। হঠাৎ গ্যাস লিক করে আগুন ধরে যায়। আগুন সিলিন্ডার পর্যন্ত পৌঁছে বিষ্ফোরন হয়। ভয়াবহ আকার ধারন করে আগুন। পাশাপাশি মোবাইল এর দোকান সেলুন সহ মোট ছটি দোকানে আগুন ছড়িয়ে পরে। হোটেল মালিককে তার কর্মচারীরা টেনে বের করে আনে। তবে আগুনে ভষ্মিভূত হয়ে যায় সব কিছু। অন্যান্য জিনিসপত্র সহ বেশ কিছু নগদ টাকা ছিল হোটেলে সেসব পুরে যায়। মোবাইল এর দোকানে লক্ষাধিক নগদ টাকা ছিল তা পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে।

Latest articles

Related articles