বাঁকুড়ার পঞ্চায়েত প্রধানকে আক্রমণের খবর করতে গিয়ে রোষের মুখে NBTV র রিপোর্টার

ইনামূল ভূঁইয়া, বাঁকুড়া:- আজ দুপুর ১:৪৫ মিনিট নাগাদ বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলিপ ঘোষ কে মারধরের ও আক্রমণ এর চেষ্টা করে কিছু দুষ্কৃতী।এই খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল নেতা মহুর আলি খাঁ এর হুমকির মুখোমুখি হয় আমাদের NBTV-র রিপোর্টার ইনামূল ভূঁইয়া। দিলীপ ঘোষকে জয়পুর হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিকভাবে চিকিৎসা চলছে। এই পুরো ব্যাপারটিকে খতিয়ে দেখতে গিয়ে বেরিয়ে এলো আসামিদের চেনা মুখ। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো মহুর আলি খাঁ,বাবর আলী কোটাল ও অন্যান্য মুখ।এই মহুর আলি খাঁ মুরালীগঞ্জে বোমা বিস্ফোরণ ও আরো কয়েকটি অন্যান্য কেসে জড়িয়ে থাকায় জয়পুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল এবং তাকে মেদিনীপুর জেলে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, একশো দিনের কাজ সংক্রান্ত ঝামেলা থেকেই এই ঘটনার সূত্রপাত। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Latest articles

Related articles