ভুয়ো আইএএস-সিবিআই অফিসারের পর এবার ভুয়ো ইডি অফিসার! এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসার সেজে প্রতারণা। শিকার যেমন তেমন লোক নয়, রাজ্যসভার সাংসদ। তৃণমূল সাংসদ শান্তনু সেনকে প্রতারণার অভিযোগে লালবাজারে অভিযোগ দায়ের হয়। কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ইডি অফিসার পরিচয় দিয়ে সাংসদ তথা আইএমএ-র সভাপতি ডা. শান্তনু সেনকে প্রতারণা করে ওই অভিযুক্ত। লালবাজারে গোটা বিষয়টি অভিযোগ আকারে জানান শান্তনুবাবু। তিনি জানান, এক ব্যক্তি তাঁকে ফোন করে ইডি অফিসার পরিচয় দেয়। শুধু তাই নয়, সাংসদের কাছে টাকাও চায় অভিযুক্ত।
অভিযুক্ত সাংসদকে বলে, টাকার বিনিময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংক্রান্ত কাজকর্মে শান্তনুবাবুকে সাহায্যও করবে।
এরপরই শান্তনু সেনের সন্দেহে হওয়ায় তিনি লালবাজারের দ্বারস্থ হন। গোটা বিষয়টি কলকাতা পুলিশকে জানান তিনি।
এরপরই ঘটনার তদন্তে নামে লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে ঘটনায় আরও কেউ জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পিছনে কোনও চক্র আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।