পশ্চিম মেদিনীপুর:-আবারো হাতির তাণ্ডবে ভাঙলো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত অঙ্গনারী কেন্দ্র, তীব্র আতঙ্কের পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের কিয়ামাচা বিটের গাংদুয়ারী এলাকা,স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০টি হাতি এলাকায় তাণ্ডব চালিয়েছে, হাতির তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬টি বাড়ি,পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অঙ্গনারী কেন্দ্র, এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সামগ্র এলাকাজুড়ে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির তাণ্ডবে, বনদপ্তর আধিকারিকরা জানিয়েও কোনো সুরাহা মিলেনি, আবারো সেই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ দেখা গিয়েছে এলাকাবাসীর মধ্যে।
Related articles