জাহিদ হাসানঃ নাটোর জেলায় করোনার সাথে সংগ্রাম করে বিজয়ী হয়েছে ২৩ পুলিশ সদস্য। গতকাল এক বিবৃতিতে বলা হয় আজ এই ২৩ পুলিশ সদস্য কে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর তারা পুনরায় তাদের কাজ শুরু করবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে নাটোর জেলায় মোট ২৪জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে এখন ২৩ জন পুরোপুরি সুস্থ। আর একজন এখন পুরোপুরি সুস্থ নয়। এদের মধ্যে সিংড়ায় ১২, বড়াইগ্রামে ৭,লালপুরে ১ ও নলডাঙ্গায় ২জন। বিশেষ আনসার ১ , শিল্প পুলিশের ১ ।
এই ২৩ জন পুলিশের পরবর্তিতে দুইবার করে করোনা টেস্ট করা হয়েছে এবং নেগেটিভ এসেছে।আর একজনের পজেটিভ এসেছে।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন , ২৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিল। এখন ২৩ জনই সুস্থ। তাদের মনোবল বৃদ্ধির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
প্রকাশ থাকে যে,
নাটোর জেলায় এ পর্যন্ত ২ হাজার ৪৬৬ নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৮৮৭ জনের । তাদের মধ্যে করোনা পজেটিভ এসেছে ৬৬ জনের