মালদা- রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল গঙ্গাপারের অধিবাসীরা। মালদার মানিকচকের গোপালপুরে ফের শুরু হয়েছে গঙ্গার তীব্র ভাঙন। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো বালুটোলা গ্রাম প্রায় নিশ্চিহ্ন। নতুন করে ৭০টি পরিবার উদবাস্তু। সব মিলিয়ে এই গ্রামের প্রায় ৫০০-র বেশি পরিবারকে গ্রাম ছাড়তে হয়েছে। খোলা আকাশের নীচে দিন কাটছে তাঁদের। আশ্বাস দিলেও এখনো তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে আশ্র্য় দেওয়ার ব্যবস্থা করেনি প্রশাসন। সেচ দফতর কোনও ভাঙন প্রতিরোধের কাজও শুরু করে নি। তাই আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে তাঁরা,এমনটাই জানাচ্ছেন মালদার গোপালপুর গ্রামের অধিবাসীরা। দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা করা ও আশ্রয়ের দাবিতে ধরমপুরে রাজমহল রাজ্য সড়ক অবরোধ করে ভাঙনের কবলে ঘরবাড়ি হারানো উদবাস্তুরা।
Popular Categories