উচ্চপ্রাথমিকের দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর। সোমবার থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। অন্যদিকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে হবে নিয়োগ। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, অনলাইন কাউন্সেলিং শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই নতুন প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাবেন। প্রার্থীরা যে জেলায় শিক্ষকতা করতে চান, সেই জেলার নাম কাউন্সেলিংয়ের সময় অনলাইনে জানাতে হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, উচ্চ প্রাথমিকে ১২টি বিষয়ে মোট ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।