উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। তীব্রগতিতে ধেয়ে আসা লরি রাতের অন্ধকারে পিষে দিল ১৮ জনকে। লখনউ থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে ঘটেছে এই দুর্ঘটনা। হরিয়ানা থেকে ফিরছিলেন তাঁরা। সকলেই শ্রমিক। সকলেই বিহারের বাসিন্দা। উত্তর প্রদেশের বারাবািক জেলার কাছে বাসটি খারাপ হয়ে গিয়েছিল। রাতে দাঁড়িয়ে থাকা বাসের সামনেই ঘুমোচ্ছিলেন তাঁরা। আচমকাই পিছন থেকে একটি লরি এসে বাসটিকে জোরে ধাক্কা দেয়। মুহূর্তে বাসের চাকা পিষে দেয় ঘুমন্ত ১৮ জনকে।
বিহারে ফিরছিলেন এই শ্রমিকরা। একটি ডবল ডেকার েবসরকারি বাসে পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারে যাচ্ছিলেন শ্রমিকরা। প্রায় নিজের রাজ্যের কাছে চলেই এসেছিলেন তাঁরা। কিন্তু হঠাত্ই উত্তর প্রদেশের বারাবাঁকির কাছে হাইওয়েতে বাসটি খারাপ হয়ে যায়।
রাতের অন্ধকারে সারাইয়ের লোক খুঁজে পাননি চালকরা। রাস্তার মাঝেই বাসটি দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নেন। বাসের কিছু যাত্রী তখন ভেতরেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। ওই ১৮ জন শ্রমিক বাস েথকে নেমে বাসের সামনের রাস্তায় শুয়ে পড়েন।
অঘোরে ঘুমোচ্ছিলেন তাঁরা। ঠিক সেই সময় রুদ্ধশ্বাস গতিতে ধেয়ে আসে ট্রাকটি। বাসের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা বাসটি সামনের দিকে এগিয়ে আসে। রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ জনকে পিষে দেয় বাসের চাকা। লখনউয়ের অতিরিক্ত পুলিশ সুপার সত্য নারায়ন সবত জানিয়েছেন প্রায় ১৯ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।