মালদাঃ- হঠাৎ উৎসব! রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে আবির খেলতে খেলতে নাচতে নাচতে যাচ্ছে এরকম একটি দল দেখে প্রথমে ভাবতে হচ্ছে বোধহয় কোনো আনন্দের উৎসব। অথচ তারপরই দেখা যাচ্ছে শ্মশানযাত্রা। মানিকচক থানা মথুরাপুর অঞ্চলের গোয়ালপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় রহিলা ঘোষের, যার মৃত্যুকালীন বয়স হয়েছিল ১১০ বছর। ওঁর শেষকৃত্য সম্পন্ন করতে পরিবারবর্গ ও গ্রামবাসীরা, ডিজে খোলকরতাল, বাজিয়ে আবির খেলে পৌঁছান মথুরাপুর মহাশ্মশানে।
রহিলা ঘোষ এর পুত্র এ বিষয়ে জানান “মাতৃ বিয়োগ বড় বেদনার তবুও মায়ের শেষ যাত্রা আমরা আনন্দ উপভোগ করে কাটানোর চেষ্টা করছি কারণ তিনি আমাদের সাথে বহু বছর কাটালেন এই পৃথিবীতে। উনি ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। উনার আত্মার শান্তি হোক।”