মালদা-বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের আহত হয়েছেন আরও এক বৃদ্ধ। আহত বৃদ্ধ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদা জেলার হবিবপুর থানা ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের গোরামারি এলাকায়। মৃত বৃদ্ধার নাম মনোতোষ মন্ডল (৫০)। বাড়ি ঋষি ঋষিপুরের গোরামারি এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো বাড়ির পাশে বসে গল্প করছিলেন দুইজন। সেই সময় আইহোরের দিক থেকে একটি মোটর বাইক যাচ্ছিল ঋষিপুরের চাঁদপুরের দিকে। যাওয়ার সময় হঠাৎই দুইজনকে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলে ছিটকে পড়েন দুইজন। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ ভোর রাতে মৃত্যু হয় মনতোষ নামে ওই বৃদ্ধের। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রবীন্দ্রনাথ দাস নামে আরেকজন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। হবিবপুর থানার পুলিশ বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায়। বাইক চালক ঘটনাস্থল থেকে উধাও।