দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমবে না। নিম্নচাপ কেটেছে বৃষ্টিও কমেছে। তবে তাপমাত্রাও বেশ বাড়ছে দক্ষিণবঙ্গে। রোদের জেরে বাড়ছে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। নিম্নচাপ কেটে যাওয়ায় শহরের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সঙ্গে থাকবে বৃষ্টি ভ্রুকুটি। হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝে মধ্যেই দেখা দেবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ে ধ্বস নামার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি আগামী দু-তিন দিন দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। তবে তাপমাত্রা বৃদ্ধির মধ্যেই চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। ঐ ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যে। তবে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানায়নি হাওয়া অফিস।