চাঁচোলে তৃনমূলের গোষ্ঠী কোন্দল অভিযোগ প্রধানের বিরুদ্ধে

চাঁচল; ০৪অগাষ্ট: থমকে রয়েছে উন্নয়নের কাজ। একক ভাবে পঞ্চায়েত পরিচালনা করছেন প্রধান। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব দলের সদস্যরা।  চাচোল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচনে 19 টি আসনের মধ্যে সাতটি আসনে তৃণমূল কংগ্রেস। আটটি আসন দখল করে কংগ্রেস।। এবং চারটি আসন বামেদের দখলে যায়। কংগ্রেসের চারজন সদস্য তৃণমূলে যোগদান করায় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হন কংগ্রেস থেকে আসা পপি দাস। এবারে সেই প্রধানের বিরুদ্ধে উন্নয়নের কাজ না করার অভিযোগ তুললেন দলের সদস্যরা। উপপ্রধান সহ দলের 10 জন সদস্য প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন। জেলা নেতৃত্ব কে পুরো বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের। এমনকি ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছেও প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উপপ্রধান সহ বাকি সদস্যরা। উপ-প্রধানের অভিযোগ তৃণমূল সদস্যদের গুরুত্ব না দিয়ে কংগ্রেস সদস্যদের নিয়ে কাজ করছেন প্রধান। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান পপি দাস। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের ঘটনা ঘটছে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা বলেন, দলীয় নেতৃত্ব কে নিয়ে বসে পঞ্চায়েতের সমস্যা সমাধান করা হবে। গোষ্ঠী কোন্দল এর অভিযোগ ওঠায় কটাক্ষ করেছে বিজেপি।

Latest articles

Related articles