আজ থেকে খুলল সিনেমা হল, মাল্টিপ্লেক্স

এনবিটিভি ডেস্ক: প্রায় দেড় বছর পর আজ থেকে কলকাতার মাল্টিপ্লেক্স এবং সিনেমা হল খুলে দেওয়া হল। খুশি সিনেমাপ্রেমীরা। অনলাইন প্লাটফর্মে করোনার সময় সিনেমা দেখলেও সেক্ষেত্রে হলের মতো মজা আসেনা বলে মনে করেন অনেকে।

 

সিনেমা হল খুললেও সরকারের করোনা বিধি মেনে চালাতে হবে। সরকারের বিধিনিষেধ ধীরে ধীরে উঠে যাচ্ছে। এর আগে খুলে দেওয়া হয়েছে শপিং মল, রেস্তোরাঁ। আর আজ থেকে খুলে দেওয়া হল সিনেমা হলও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সন্মেলনে জানান, পুজোর পর খোলা হতে পারে স্কুলও।

করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় আস্তে আাস্তে উঠে যাচ্ছে বিধিনিষেধ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। তার মধ্যেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। তবে সব কিছুকে উপেক্ষা করে আজ থেকে খুলে দেওয়া হল সিনেমা হল।

Latest articles

Related articles