নীলফামারীতে অভিনব পদ্ধতিতে চলছে চাঁদাবাজি।

নীলফামারীতে অভিনব পদ্ধতিতে চলছে চাঁদাবাজি।

মো:সৈকত আলী
উপজেলা প্রতিনিধি

এনবিটিভি ডেস্কঃ  নীলফামারী সদর এলাকার কচুকাটা বাজারের পাশে অবস্থান নিয়েছে দক্ষিনঅঞ্চল থেকে আসা কয়েকটি পোষা হাতি।হাতির মালিকেরা বিভিন্ন উপায়ে হাতির খাদ্য সংগ্রহ করে।
এমনকি মানুষের ফসলীগাছ নষ্ট করতেও দ্বিধাবোধ করছে না।আর অন্যদিকে এরা পথচারীদের কাছ থেকে গাড়ি থামিয়ে চাঁদা তুলছে।চাঁদা দিতে রাজি নাহলে, পথচারীদের বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়।ট্রাক, বাস,অটো, বাইক আরোহী থেকে শুরু করে সকল গাড়ি থামিয়ে চাঁদা তুলছে।মাঝেমাঝে পথচারীদের সাথে তুমুলঝগড়া শুরু হয়।ফলে সৃষ্টি হয় যানজটের।

উক্ত সমস্যা সমাধানের জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ণন করছি।

Latest articles

Related articles