জামালপুর সীমান্ত এলাকায় ভারতীয় হাতির আক্রমণ:
হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।
এনবিটিভি ডেস্কঃ বাংলাদেশের জামালপুর জেলায় সীমান্ত এলাকায় ভারত থেকে আগত হাতি এসে নষ্ট করছে হাজার হাজার বিঘা জমির ফসল! নিরীহ কৃষকদের পেটে লাথি, বসতবাড়ি ভাঙচুর সহ প্রতিনিয়ত মানুষজন নিহত হচ্ছে। হাতির আক্রমণে ভীতসন্ত্রস্ত মানুষজন। এতগুলো হাতির আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার চেয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছে জামালপুরবাসী।