বিরোধীদের পর এবার খোদ বিজেপি নেতার সুব্রামানিয়াম স্বামী নিশানায় নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিলেন, প্রধামন্ত্রীর আর্থিক ও বিদেশ নীতিকে তিনি কোনওভাবেই সমর্থন করেন না। পাশাপাশি এও বলেন, প্রধানমন্ত্রী দেশের রাজা নন। তাই, তাঁর সমালোচনা, তাঁর সরকারি নীতির সমালোচনা করার অধিকার সকলের রয়েছে। একটি টুইটের জবাবে প্রবীণ বিজেপি নেতার এই মন্তব্য।
ঠিক কী হয়েছে? আসলে গত কয়েকদিন ধরেই তিনি লাগাতার সরকারি নীতির সমালোচনা করছিলেন। এরপরই টুইটারে এক ইউজার তাঁকে খোঁচা মেরে বলেন, পছন্দমতো মন্ত্রকের দায়িত্ব না পাওয়ার কারণেই এই ধরনের সমালোচনা করতে দেখা যাচ্ছে সুব্রহ্মণ্যমকে। তাঁকে ‘মোদি-বিরোধী’ বলেও তোপ দাগেন ওই ব্যক্তি। এরপরই সমালোচনার জবাবে ওই কথা জানান বর্ষীয়ান সাংসদ। তিনি লেখেন, ”আমি মোদির অর্থনৈতিক ও বৈদেশিক নীতির বিরোধী। এবং সেজন্য দায়িত্বজ্ঞানসম্পন্ন যে কারও সঙ্গে বিতর্কে যেতে আমি রাজি। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিষয়ে জানেন তো? মোদি ভারতের রাজা নন।”
এখানেই শেষ নয়। এরপর আরেকটি টুইট করেন তিনি। সেখানে সুব্রহ্মণ্যম সরাসরি তোপ দাগেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিরুদ্ধে। তাঁর দাবি, ”আমলা জুটি জয়শংকর ও ডোভাল কি দেশের কাছে ক্ষমা চাইবেন, যেভাবে তাঁরা আন্তর্জাতিক আঙিনায় ভারতকে অস্বস্তিজনক অবস্থানে ফেলেছেন তার জন্য়? ওঁদের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, কেননা মোদি রাজনীতিবিদদের বিশ্বাস করেন। কিন্তু পাকা রাজনীতিবিদদের করেন না।”