উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ তালিবানদের বর্ণনা করতে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সাথে তুলনা করেন। আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে দেশোদ্রোহিতার মামলা করল উত্তরপ্রদেশ পুলিশ।
সাংসদ শফিকুর রহমান বলেন, “ভারত যখন ব্রিটিশ শাসনে ছিল তখন ভারতীয়রা যেভাবে স্বাধীনতার জন্য লড়াই করেছিল ঠিক সেভাবেই তালিবানরা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে।
পুলিশ এই মন্তব্যের জন্য সাংসদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অজুহাত দেখিয়ে দেশোদ্রোহিতার মামলা করেছে।
শফিকুর রহমান পরে জানিয়েছেন তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে।