সমাজবার্তা সংবাদপত্র ও ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশনের শিক্ষাবৈঠক

২২আগষ্ট,২০২১: মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির চরকাবিলপুর পোড়াপাড়ায় সমাজ বার্তা সংবাদপত্রের ও ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশন এর পরিচালনায় লেখা-পড়াতে উৎসাহ প্রদানের জন্য ছোট্ট বৈঠকের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন ডাক্তার মিজানুর রহমান, কাবিল পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল মালেক , মহঃ মুস্তফা শেখ, আসিফ প্রমুখ। মারাত্মক করোনা ভাইরাস এর কবলে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের কিছু সামগ্রী প্রদান করলেও পঠন-পাঠনের কোন ব্যবস্থা এখনো চালু হচ্ছে না! এ বিষয়ে চিন্তা ভাবনা করে আমরা ক্ষুদ্র একটি পদক্ষেপ নেওয়া হয়। প্রায় কুড়ি জন অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন এই আলোচনা বৈঠকে। উপস্থিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের লক্ষ্য করে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান আব্দুল মালেক মহাশয় ও মহঃ মুস্তফা শেখ। লেখা পড়ার গুরুত্ব ও স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত প্রায় কুড়ি জন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাস্ক, স্যানিটাইজার খাতা-কলম ইত্যাদি প্রদান করা হয়। সংস্থার জেনারেল সেক্রেটারি ডাক্তার মিজানুর রহমান অভিভাবকদের আশ্বাস দেন, করোনা’র প্রকোপ কেটে গেলে আমরা আবারও ফ্রি টিউশন চালু করবেন তাঁরা। এই ছোট্ট শিক্ষা ও স্বাস্থ্য শিবির টি কে নিয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে চরম উৎসাহ দেখা যায়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি মহঃ মুস্তফা শেখ।

Latest articles

Related articles