দিল্লির আপ সরকারের দূত হলেন সোনু সুদ! হতে পারেন পাঞ্জাবের প্রার্থীও  

সোনু সুদের মুকুটে যুক্ত হল আরোও একটি পালক। এবার দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা সোনু সুদ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের সাক্ষাতের পর আজ দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়। করোনা অতিমারির সময় আম জনতার পাশে থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সোনু সুদ।

সামনেই রয়েছে পাঞ্জাবে ভোট। অনেকেই মনে করছেন সোনু সুদ পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী হতে পারেন। এমনটা হলে আম আদমি পার্টি বেশ ভালো লড়াই দিতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

 উল্লেখ্য, পাঞ্জাবেরই ছেলে সোনু সুদ। পাঞ্জাবের মোগায় জন্মগ্রহণ করেন তিনি।

 সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “নিজের ব্যস্ত সূচি থেকে সময় বের করার জন্য সোনু সুদকে ধন্যবাদ। গোটা দেশের কাছে সোনু সুদ একজন অনুপ্রেরণা। সাহায্যের জন্য হাজার হাজার মানুষ তাঁর মুখাপেক্ষী হয়ে থাকেন। এতগুলি সরকার মিলে যা করতে পারেননি, তিনি যেভাবে তা করে দেখিয়েছেন সেটা মিরাকেল ছাড়া কিছু নয়। তাঁর কাজ নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে এবং দিল্লি সরকারের কাজও ওনার সামনে তুলে ধরেছি।”

Latest articles

Related articles