ভূতনির চরে নদীভাঙন পরিদর্শনে গেলেন নওশাদ, সেলিম, বিকাশ রঞ্জনরা

এনবিটিভি ডেস্ক: মালদা জেলার মানিকচক বিধানসভার ভূতনির চর এলাকায় নদী ভাঙন পরিদর্শনে গেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সঙ্গে ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম এবং রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

জানা গিয়েছে, ফুলহারা ও গঙ্গানদীর ভাঙনের ফলে ভূতনির চড় এলাকায় নদীগর্ভে চলে গিয়েছে বহু বাড়ি, চাষযোগ্য জমি। আশ্রয়হীন হয়ে পড়েছে বহু পরিবার। এই অবস্থায় জনজীবন কিভাবে বিধ্বস্ত তা সরেজমিনে খতিয়ে দেখলেন তাঁরা। সেখানকার মানুষ কি অবস্থায় রয়েছে, কি খাচ্ছেন, কোথায় থাকছেন— সবকিছুই ঘুরে দেখে খবর নিলেন নওশাদরা৷

উল্লেখ্য, শুধু মালদার ভূতনির চড় নয়, কালিচকেও দেখা গিয়েছে গঙ্গাভাঙন। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গানদীর ভাঙনের ফলে নদীগর্ভে চলে গিয়েছে প্রায় ১২০০ বিঘে জমি, ৩০০ ঘরবাড়ি।

Latest articles

Related articles