সালানপুর:-সালানপুর ব্লকে সি.পি.আই.এমের পক্ষ থেকে সালানপুর বি.ডি.ও অফিসে গিয়ে একটি ১৩ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মূলত দাবি গুলি হল সালানপুর ব্লকের বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা।এলাকায় মাদক দ্রব্য বিক্রি বন্ধ করা। অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে।তাছাড়া অবিলম্বে সমস্ত স্কুল কলেজ খোলা।
এই সমস্ত একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ সালানপুর ব্লকের বিডিও কাছে স্মারকলিপি জমা দেন। এবং এই বিষয়ে সি পি আই এম নেতা প্রদীপ ব্যানার্জি বলেন, যে জয়েন বি.ডি.ও তাদেরকে আশ্বাস দিয়েছেন তাদের এই সমস্ত দাবির স্মারকলিপি যথাসম্ভব উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন এবং যথাসম্ভব কাজগুলি করার চেষ্টা করবেন। তিনি এও বলেন এই স্মারকলিপি জমা দেয়ার আজ থেকে এক মাস পর আমরা আবার আপনার কাছে আসব এবং দেখব যে কি কি কাজ হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবলু মাঝি, স্বদেশ চ্যাটার্জী,সুরেন্দ্র কুমার, সুভাষ ভট্টাচার্য সহ আরো অনেকে।