হরিশ্চন্দ্রপুর: কলেজের স্থায়ী রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল মালদহের হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার সকাল ১১ টা থেকে হরিশ্চন্দ্রপুর কলেজের সামনে ৮১ নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ছাত্র-ছাত্রীদের মূলত দাবি হচ্ছে ২০০৪ সালে কলেজ স্থাপিত হওয়ার পর কলেজের কোন স্থানীয় রাস্তা নেই। তাই অন্যের রাস্তা দিয়ে এই বৃষ্টিতে জল এবং কাদার মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কলেজের রাস্তা করা হয়নি। সেই কারণে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্র-ছাত্রীরা হরিশচন্দ্রপুর ৮১ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে আরম্ভ করে। ৫ ঘন্টা ধরে চলে বিক্ষোভ, ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশস। সঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেন। এক মাসের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে, আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় ছাত্র-ছাত্রীরা।