আব্দুস সামাদ,জঙ্গিপুর: প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জ-১ নং ব্লকের জঙ্গিপুর ভবনে।মঙ্গলবার বৈকাল ৩ ঘটিকায় এই স্মরণ সভাটি ভাব ও গাম্ভীর্যের মধ্য দিয়ে কোভিড বিধিনিষেধ মেনে পালিত হয়।
এদিন প্রণব মুখার্জী স্মরণ করে একটি মিউজিয়ামও চালু করার কথা ঘোষণা করা হয়।এই মিউজিয়ামে প্রণব মুখার্জীর ব্যবহারিক নানান জিনিসপত্র থাকবে বলে জানা গিয়েছে।
এইদিনের এই অনুষ্ঠানে প্রণব মুখার্জিকে স্মরণ করে আগত অতিথিরা স্মৃতি চারণ করেন ও বক্তব্য পেশ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখার্জী,জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান,সাগরদিঘির বিধায়ক তথা খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দপ্তরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা,পশ্চিমবঙ্গ সরকারের ইরিগ্রেশন বিভাগের প্রতি মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও মুর্শিদাবাদের একাধিক বিধায়ক ও বিধায়কের প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌর প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম ও মুর্শিদাবাদ জেলা পরিষদ মেন্টর শিক্ষক সোহরাব ও আরও অনেকে।
উল্লেখ্য,প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী এই জঙ্গিপুর কেন্দ্র থেকেই ২০০৪ ও ২০০৯ সালে সাংসদ নির্বাচিত হন।