ব্লক সভাপতিকে হামলার পনেরো দিন পরেও অধরা মূল অভিযুক্তরা ,প্রতিবাদে পথে নামল ছাত্রযুবরা

বিশ্বজিৎ কর্মকার, বহরমপুর:মুর্শিদাবাদের রাণীনগরে ব্লক সভাপতিকে হামলার পনেরো দিন পরেও অধরা মূল অভিযুক্তরা ,প্রতিবাদে পথে নামল ছাত্রযুবরা।

গত পনেরোই আগস্ট মুর্শিদাবাদের রাণীনগর ২ এর ব্লক সভাপতির ওপর বোমা হামলা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় মৃত্যু হয় গাড়ি চালক আব্দুর সাত্তারের। ওই ঘটনার পেরিয়েছে দুই সপ্তাহেরও বেশি । গ্রেফতার হয়েছে পাঁচ জন। তবে এখনো মূল অভিযুক্তরা অধরা। আর সেই ক্ষোভেই পথে নামল রাণীনগর ২ এর যুব তৃণমূলের নেতা ও কর্মীরা।

এদিন বুধবার রাণীনগর বিডিও অফিস প্রাঙ্গণ থেকে রাণীনগর ১ গ্রাম পঞ্চায়েত পর্যন্ত চলে এই পদসভা ও বিক্ষোভ মিছিল। প্রায় কয়েক কিলোমিটার পথ হেটে যুব তৃণমূলের নেতা ও কর্মীরা মূল দোষীদের গ্রেফতারের দাবীতে সোচ্চার হয়।

তাঁরা জানান, প্রশাসন যদি অবিলম্বে ওই অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার না করে তবে আগামীতে তৃণমূলের নেতা ও কর্মীরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Latest articles

Related articles