মামারবাড়ি বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল শিশুকন্যা

মালদা- মামারবাড়ি বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানা এলাকার বাঙিটোলা গ্রামে। মাত্র ৮ বছরের এই শিশু কন্যা নাইমা খাতুনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

আটগাম্বা গ্রামের বাসিন্দা নাইমা,পাশের বাঙিটোলা গ্রামে তাঁর মামার বাড়ি বেড়াতে আসে তিন দিন আগে। গতকাল বেলা দশটার পর কাছেই ভাগিরথী নদীতে স্নান করতে যায়। জল এই সময় উত্তাল থাকায় তলিয়ে যায় শিশুকন্যা। প্রত্যক্ষ দর্শীরা ছুটে এসে খবর দিলে চাঞ্চল্য ছড়িয়ে পরে গ্রামে।

খবর দেওয়া হয় থানা ও ব্লক প্রশাসনকে। ডাকা হয় ডুবুরি। তবে অভিযোগ ডুবুরি আসতে কয়েক ঘন্টা দেরি করে। ফলে সারা দিন ধরে তল্লাশি করেও খোঁজ মেলে না নাইমার।

আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মোথাবাড়ি থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Latest articles

Related articles