স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী

মালদা: স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার বি এস রোড় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম সান্তনা প্রসাদ। গত ১৪ বছর আগে মালদা শহরের অন্ধরাপাড়া এলাকার বাসিন্দা পেশায় গাড়ি ব্যবসায়ী অমৃত প্রসাদের সাথে বিয়ে হয় সান্তনা দেবীর। অভিযোগ বিয়ের কয়েক বছর পর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তিনি। এরপর থেকেই পরিবারে অশান্তি লেগে থাকত। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মাঝেমধ্যেই মারধর করা হতো তাঁকে। ঠিক সেই রকমই শুক্রবার সকালে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় ঘুসি মেরে তার মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles