আব্দুস সামাদ,জঙ্গিপুর:- মঙ্গলবার সকালে জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়।
পরিবারের অভিযোগ,চিকিৎসকের গাফিলতিতেই ওই নবজাতকের মৃত্যু হয়। ফলে, এদিন সকালে পরিবারের লোকজন হাসপাতালে চড়াও হয়। যদিও এবিষয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার সায়ন দাস ব’লেন, “এটি জন্মগত ত্রুটি। শিশুটির মস্তিষ্ক ও অস্থি ঠিক ভাবে গঠন না হওয়ায় নবজাতকের মৃত্যু হয়”।