সামসেরগঞ্জ,আজফারুল ইসলাম: হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে সামসেরগঞ্জ থানার পাকুর রোড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম মৃনাল নাথ(৩১) ও নিরোজ কুমার(১৯)। মৃণালের বাড়ি জলপাইগুড়ি জেলা এবং নিরোজ কুমারের বাড়ি নাগাল্যান্ড। মঙ্গলবারই ধৃতদের বহরমপুর আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৫৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।