এনবিটিভি ডেস্ক: হেলপ ফর ইউ ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার একটি রক্তদান উৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর লক্ষীপুরের হেসামুদ্দিন আহমেদ মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে। এদিন এখানে প্রায় দেড়শো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। পাশাপাশি করোনাকালে রাজ্যের যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে এ ধরনের ৮০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে এদিন সংবর্ধিত করা হয় এই ফাউন্ডেশনের পক্ষ থেকে।
এই রক্তদান উৎসবে কালিয়াচক দু’নম্বর ব্লক এর বিডিও রমাল সিং সাহেব স্বেচ্ছায় রক্ত দান করেন।
তাছাড়া উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জি সহ আরো পুলিশ আধিকারিক। ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য দ্বিজেন্দ্রনাথ মন্ডল, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, সুজাপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ইসা খান।