কলকাতা: স্নাতকত্তর ও বিএড এর ভর্তির আবেদনের জন্য বিগপ্তি দিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।২০২১ নতুন শিক্ষাবর্ষের ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে ১০ই সেপ্টেম্বর থেকে আবেদনর করতে পারবে ১৮ই সেপ্টম্বর পর্যন্ত। স্নাতকত্তরের জন্য আরবী,বাংলা,এডুকেশন(শিক্ষা বিজ্ঞান), ইংরেজি,ইসলামিক থিওলজি,ইসলামিক স্টাডিজ, উর্দূ,ইতিহাস,ভূগোলের মতো বিষয় গুলি আবেদন করতে পারবে।
এছাড়াও ইঞ্জিনিয়ারিং,এলএলএম, ও বিএড সহ অন্যান্য বিষয়ের ভর্তির জন্যে আবেদন করতে পারে । বিএডের সম্ভাব্য মেধাতালিকা প্রকাশীত হবে অক্টোবরের শেষের দিকে।আর স্নাতকত্তরের সম্ভাব্য মেধাতালিকা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায় আবেদন ও ভর্তি পক্রিয়া সবই অনলাইনের মাধ্যমে সম্পণ্য হবে।সর্বদা আলিয়া বিশ্ববিদ্যালয়ের website কে follow করতে বলা হয়েছে। ভর্তি সক্রান্ত সব কিছুই আপডেট দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.aliah.ac.in).
এদিকে স্নাতকস্তরের আরবি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ইকোনমি, বিসিএ ও উর্দূ সহ বিভিন্ন বিষয়ের মেধাতালিকা তালিকা প্রকাশ করল আলিয়া বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে।
Related articles