“মমতার বিরুদ্ধে প্রার্থী থাকাই উচিত নয়”- দাবী বাম নেতার

বাদল চট্টোপাধ্যায়। বয়স ৮২। ভবানীপুরের পরিচিত প্রাক্তন বাম নেতা।

সেপ্টেম্বরের শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মে মাসে স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর আসনটি খালি পড়ে রয়েছে। সেখান থেকেই লড়ছেন মমতা। অতীত পরিসংখ্যান এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কলকাতার এই আসন থেকে হেসেখেলে হাজার হাজার ভোটে জিতবেন মমতা। বাদল বাবুও তাই মনে করেন। আর সেজন্যই তাঁর মতে, এই আসনে মমতা বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বীই থাকা উচিত নয়।

বুধবার থেকে ভবানীপুর কেন্দ্রে ভোটপ্রচারে নামলেন মমতা। এদিন ছিল তাঁর প্রথম কর্মিসভা। মমতার বক্তব্য শুরুর আগেই মঞ্চে হাজির ওঠেন বামপন্থী নেতা বাদল চট্টোপাধ্যায়। উঠে হাতজোড় করে তৃণমূল নেত্রীকে প্রণাম জানান। সৌজন্য দেখাতে ভোলেননি মমতাও। প্রবীণের দিকে এগিয়ে আসেন তৃণমূল নেত্রীও। বাদলবাবুর হাত ধরে স্বাস্থ্যের খবর নেন। সুস্থতা কামনা করেন তিনি।

এর পর বাদলবাবু বলেন, ‘‌উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন ওঁকে লড়াই করতে হবে? ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ মমতা ব্যানার্জিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।’‌

প্রসঙ্গত বাদল বাবু এলাকার পরিচিত বাম নেতা ছিলেন। তার পর অবশ্য দল ছেড়েছেন। তাঁর পরিবার এখনও বাম দলের সঙ্গেই যুক্ত। উপনির্বাচনের আগে তাঁর এই বার্তা গুরুত্বপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

Latest articles

Related articles