মালদা ,মালতিপুর : এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে মালতিপুর বিধানসভা কেন্দ্রের মহারাজপুর এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার তৃণমূল পরিচালিত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় এই নতুন রাস্তার শিলান্যাস অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মৌসম নূর , জেলা সভাপতি রহিম বক্সি, মহারাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল হক, স্বপন মিশ্র, মালদা জেলা তৃণমূল যুব সহ-সভাপতি মিজারুল হক সহ অন্যান্যরা।
সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মহানন্দা ঘাট থেকে ভিটা পলাশবনা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পাকা রাস্তার শুভ শিলান্যাস করা হয়। নতুন রাস্তা চালু হলে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের সুবিধা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তৃণমূল পঞ্চায়েত কর্তৃপক্ষ। কারণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল।
ফলে স্কুল-কলেজ থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হলো। রাস্তার কাজের শিলান্যাস হওয়ায় চওড়া হাসি গ্রামবাসীদের মধ্যে।