ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে আটক দুই যুবক।

ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে আটক দুই যুবক

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

নাটোরের বড়াইগ্রাম থেকে ইয়াবাসহ মারুফ হোসেন মুন্না ও আশিক হোসেন নামে দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেল সোয়া চারটার দিকে ৮০পিস ইয়াবাসহ উপজেলার খোর্দছুটিয়া মধ্যে পাড়া থেকে তাদের আটক করা হয়। ধৃত মারুফ হোসেন উপজেলার খোর্দছুটিয়া মধ্যপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে এবং আশিক হোসেন একই এলাকার আশরাফ মণ্ডলের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বড়াইগ্রাম উপজেলার খোর্দছুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সংরক্ষণ এবং বিক্রয়কালে মারুফ হোসেন মুন্না, আশিক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় আতিক নামে আরও এক যুবক পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Latest articles

Related articles