জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোরে করোনা রোগীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। আজ
নতুন করে আরোও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে গতকাল বুধবার (১০ জুন) সন্ধ্যায় বাগাতিপাড়া লক্ষনহাটি এলাকার একজনের রেজাল্ট আসে পরে আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আরোও ৬ জনের করেনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
জেলায় মোট এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এদিকে সুস্থ হয়েছেন প্রায় ৪২জন আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে বাগাতিপাড়া উপজেলার পৌর এলাকার ১ জন, জামনগর ইউনিয়নে ১ জন এবং ফাগুয়ার ইউনিয়নে ২ জন নিয়ে মোট ৪ জন। তবে ২ জন নাটোর সদর হাসপাতাল থেকে নমুনা নেওয়া হয়েছে কিন্তু তাদের বাড়ি কোথায় তা জানাতে পারেনি সিভিল সার্জন অফিস। আর অপর একজন গুরুদাসপুর উপজেলায় বাড়ি।