২০ ঘণ্টা ধরে আয়কর দপ্তর তল্লাশি চালাল ‘সোনু সুদের’ বিভিন্ন অফিসে

এনবিটিভি ডেস্কঃ ১৫ সেপ্টেম্বর বুধবার অভিনেতা সোনু সুদের মুম্বইয়ের অফিসে আয়করের হানা। মুম্বাইয়ের ছয়টি অফিস সহ আরো অন্যান্য বলিউড অভিনেতার অফিসে হঠাৎই হাজির হন আয়কর দপ্তরের অফিসাররা। সেখানে তাদের সমস্ত অফিসের কর্মচারী উপস্থিত ছিলো। সমস্ত অফিস খতিয়ে দেখেন তাঁরা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর” হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আর তার পরদিনই সোনুর অফিসে হানা দেন আয়কর কর্তারা।
আম আদমি পার্টিতে তিনি যোগ দিতে চান কি না, এই নিয়ে বারবার সোনুকে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দিতে চাননি। করোনার সময় ২০২০ সাল থেকেই বিপদে সকলের পাশে দাঁড়িয়েছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়ে শুরু। করোনার চিকিৎসার জন্য সকলের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর বাড়ির বাইরে এখনও রোজ হাজির হন অনুরাগীরা। কেউ বা একনজর চান ‘রিয়েল লাইফ হিরো’র তো কেউ আবার চান সাহায্য। কাওকেই তিনি নিরাশ করেন না! আর এহেন এইরকম একজন রিয়েল লাইফ হিরোর উপরে কেন্দ্রীয় সরকারের সংস্থাদের হানা তাই অবাক করেছে নেটিজেনদের।

 

 

Latest articles

Related articles