আছে করোনার চোখরাঙানি,তবুও তৈরি হচ্ছে প্রতিমা

ঘরের দরজায় কড়া নাড়ছে দূর্গাপূজা,আর এই সময় চলছে সারা দেশ জুড়ে করোনার দাপট। একবছর আগে এই অতি মহামারী করোনার দাপটে জঙ্গিপুর থেকে শুরু করে কলকাতার কুমোরটুলীর কাজও থমকে গিয়েছিল।

করোনার দাপট সারা বিশ্ব জুড়ে আজও রয়ে গেছে। এই অতি ভয়ঙ্কর মহামারি করোনা এখনো যে চোখ রাঙাচ্ছে সারা বিশ্ব জুড়ে।। করোনার ভয়কে দূরে সরিয়ে দিয়ে জঙ্গিপুর ইন্দ্রাপল্লী থেকে শুরু করে কলকাতা কুমোরটুলীতে চলছে দূর্গা প্রতিমা তৈরির কাজ।

Latest articles

Related articles