মোহাম্মদ রেজাউল ইসলাম,রিপোর্টার,এনবিটিভি
চুয়াডাঙ্গা সদর_হাসপাতালের
আইসোলেশনে ভর্তি থাকা রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করা হচ্ছে। হাতে নেই গ্লাভস, মুখে নেই মাস্ক,রান্নাঘরের মেঝেতে নোংরা স্থানে রেখেই খাবারগুলো পলিথিনের প্যাকেটে রাখা হচ্ছে। পাশেই পড়ে আছে মুরগী এবং মাছের রক্ত।
স্বাস্থ্যকর পরিবেশে ও নেই সদর হসপিটালের রান্নাঘরটি আজ ১১ জুন বৃহস্পতিবার দুপুরে খাবার প্যাকেট করার সময় সদর হসপিটালের রান্নাঘরে দেখা যায় এমন পরিবেশ।