জামুড়িয়ায় করা হল রেশমী কোম্পানির ভিতপুজো

এনবিটিভি ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আজ জামুড়িয়ার হিজলগড়ার সমস্ত গ্ৰামবাসী, প্রশাসন ও বিধায়কের সহযোগিতায় এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় রেশমী কোম্পানীর (স্টিল এন্ড পাওয়ার) ভিত পুজা করা হলো। এই কোম্পানিতে আগামী দিনে প্রায় ১৫,০০০ বেকার যুবকের কর্ম সংস্থানের লক্ষ্য রাখা হয়েছে। উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে। কেন্দা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক এসকে রেজাউল করিম। জামুরিয়া দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য।

Latest articles

Related articles