মধ্যরাতে ভারত বাংলাদেশ সীমান্ত, সাগর পাড়া থানার কাকমারিচর ১১৭ নং ব্যাটেলিয়ন বিএসএফ বি ও পি সীমান্ত দিয়ে বাংলাদেশের উদ্দেশ্য ফেন্সিডিল পাচার হচ্ছে, এমন খবর পান বিএসএফ এর গোয়েন্দা। তখনই নদীপথে বাড়ানো হয় নজরদারী।
অন্ধকারের সুযোগ নিয়ে পদ্মা নদীতে বস্তায় করে ডুবিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টা করলে, কর্মরত বিএসএফ জওয়ান তাদের তাড়া করেন। তাড়া খেয়ে ফেন্সিডিলগুলো ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।