উত্তর প্রদেশে মন্ত্রীর ছেলের কৃষক- হত্যার প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ দুর্গাপুরে

উজ্জ্বল দাস, দুর্গাপুর: কৃষি আইন বাতিলের দাবিতে রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে আন্দোলনরত কৃষকদের ওপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষে ও গুলি করে হত্যার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী।

দেবেশ চক্রবর্তী বলেন, উত্তরপ্রদেশে মন্ত্রীর ছেলেরা কৃষকদের ওপর গাড়ি চালিয়ে তাঁদের হত্যা করে কৃষকদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। তার তীব্র নিন্দা জানিয়ে তার প্রতিবাদ তারা করছেন সারা দেশের পাশাপাশি আজ তারা দুর্গাপুরেও পথে নেমেছেন। একই সাথে প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ, তারও প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস কর্মীরা।

উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আগামী দিনে দেশ জুড়ে তীব্র আন্দোলনের পাশাপাশি দুর্গাপুর শহরেও তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Latest articles

Related articles