উপনির্বাচন তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নেই বাবুল সুপ্রিয়

এনবিটিবি ডেস্কঃ  রাজ্যে উপনির্বাচন  ভোট ৩০ শে অক্টোবরে  । এবার উপনির্বাচন হবে শান্তিপুর  , গোসাবা , খড়দহ  ও দিনহাটায় । যদিও এই কেন্দ্রে গুলিতে  আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন। নির্বাচন পরবর্তী হিংসার ব্যাপারে  রাজ্য সরকারের দিকে বিরোধী দল আঙুল তুলেছে বারং বার । আগামি ৩০ শে অক্টোবরে  রাজ্যে উপনির্বাচন  ভোট , কোনপ্রকার সমস্যা না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠালেন নির্বাচন কমিশন । প্রত্যেক দল তাদের প্রচার কৌশল তৈরি করছেন ৩০ অক্টোবর ৪ আসনের উপনির্বাচনের জন্য।

সাম্প্রতিক নির্বাচনে রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা আরও বেড়েছে। ৩০ অক্টোবর ৪ আসনের উপনির্বাচনে  তৃণমূল ৪ শূন্য করতে চায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তারকা প্রচারকদের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় বাবুল সুপ্রিয়  ছাড়াও আরও একটি নাম না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Latest articles

Related articles