কুলটিতে সাফাইকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে!

এনবিটিভি ডেস্ক: সুপারভাইজার ও সাফাইকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী অনির্বান লায়েক ওরফে আপ্পুর বিরুদ্ধে। এই ঘটনার জেরে আসানসোল পৌরনিগমের কুলটির সাফাইকর্মীরা ৯টি ওয়ার্ডের কাজ বন্ধ করে দেন বৃহস্পতিবার।

সাফাই কর্মীদের অভিযোগ, সুপার ভাইজারের নির্দেশ মতোই কাজ করছিলেন তারা। তবে স্থানীয় ওই তৃণমূল নেতা নাকি তাদের বলেন তাঁর নির্দেশ মতো কাজ করতে হবে। সঙ্গে তিনি অকথ্য ভাষায় সাফাইকর্মীদের গালিগালাজ করেন বলেও অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেন ওই তৃণমূল নেতা।

এই ইস্যুতে বিষয়টা কুলটির প্রাক্তন বিধায়ক ও বর্তমান এডিডি-এর ভাইজ চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে জানান সাফাইকর্মীরা। তিনি আশ্বাস দেন, ফের কাজ শুরু হবে। তবে কোনো নেতার নির্দেশে নয়, সুবিধা মতোই কাজ করবে সাফাইকর্মীরা।

সাফাইকর্মীদের আরও অভিযোগ, শুধু এখানেই নয়, প্রতিটি ওয়ার্ডেই নেতাদের আক্রমনের শিকার হতে হয় তাঁদের। সবাই নিজের বাড়ির সামনেটাই পরিস্কার করাতে চাই, ফলে কাজের ব্যাঘাত ঘটে।

Latest articles

Related articles