আজ ২১ এ অক্টোবর, ২০২১, বৃহস্পতিবার ১০০ কোটি কোভিড টীকাকরনের মাইলফলক ছুঁলো ভারত। চিনের পর ভারতের এই অর্জনকে ঐতিহাসিক বলেই দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণে এই নতুন ইতিহাস তৈরির জন্য ডাক্তার, নার্স থেকে শুরু করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নরেন্দ্র মোদী এদিন লিখেছে যে, “ভারত ইতিহাস রচনা করল।“ ভারতীয় বিজ্ঞান ও তার উদ্যোগ এবং ১৩০ কোটি ভারতীয়ের সম্মিলিত চেতনার বিজয় প্রত্যক্ষ করছেন তিনি । ১০০ কোটি টিকাকরণের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ডাক্তার, নার্সসহ টীকাকরনের সঙ্গে যুক্ত সকল স্বাস্থ্যকর্মীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদী।
আর এই যুদ্ধযজ্ঞে সামিল ডাক্তার, নার্স, টীকা প্রস্তুতকারক সংস্থা ও টীকাকরনের সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা ও কুর্নিশ জানাতে ভারতকে তেরঙ্গা আলোয় সাজানোর সিদ্ধান্ত নিল দেশ। দেশের ঐতিহ্যশালী ১০০টি সৌধ। তার মধ্যে রয়েছে লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সৌধ, তুঘলকাবাদ দুর্গ, পুরানা কিলা, ফতেপুর সিক্রি, রামাপ্পা মন্দির, হাম্পি, ধোলাভিরা, লেহ প্রাসাদ, খাজুরাহো মন্দির, গোলকোন্ডা দুর্গ। এই তালিকায় আছে কলকাতার কারেন্সি বিল্ডিং এবং মেটকাফ হলও। লালকেল্লায় এই উপলক্ষে জনপ্রিয় গায়ক কৈলাস খেরের একটি গান ও একটি অডিও-ভিসুয়াল ফিল্ম লঞ্চ করা হবে। তা লঞ্চ করবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এছাড়াও সম্ভবত আজই ১ হাজার ৪০০ কেজির একটি পতাকা উত্তোলন করা হবে লালকেল্লায়। এভাবেই ১০০ কোটি টিকাকরণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উন্মুখ কেন্দ্র।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ৭৪ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার প্রথম ডোজ ও ৩১ শতাংশ নাগরিক করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন। ভারতে করোনার টিকাকরণ শুরু হয়েছিল চলতি বছরের ১৬ জানুয়ারি। প্রথমেই চিকিৎসক, নার্স-সহ প্রথম সারির করোনা-যোদ্ধাদের টিকার প্রয়োগ শুরু হয়। এরপর ১ মার্চ থেকে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বছরের ঊর্ধ্বে থাকা কোমর্বিডিটি রোগীদের টিকার প্রয়োগ শুরু হয়। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের উপরে থাকা প্রত্যেক নাগরিকের টিকা প্রয়োগ শুরু হয়। সবশেষে গত ১ মে থেকে দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের টিকাকরণ শুরু হয়েছে। টীকাকরন শুরু হওয়ার ৯ মাসের মধ্যেই এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।