এনবিটিভি ডেস্ক: আনলক শুরু হতেই পেট্রোল-ডিজেলের দাম যেন আনলকড হয়ে গিয়েছে। ৮৩ দিন পর দাম বাড়ানো শুরু। তারপর টানা সাত দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।
শনিবার পেট্রোলে বাড়ল ৫৯ পয়সা ও ডিজেলে বাড়ানো হল ৫৮ পসয়া। সবেমিলিয়ে গত ৭ দিনে পেট্রোলে বেড়েছে ৩.৯০ টাকা ও ডিজেলে বেড়েছে ৪ টাকা প্রতিলিটার।
কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে হল ৭৭.০৫ টাকা, চেন্নাইয়ে ৭৮.৯৯ টাকা, মুম্বইয়ে ৮২.১০ টাকা ও দিল্লিতে ৭৫.১৬ টাকা।