সেখ সফি কামাল,বর্ধমান,এনবিটিভি: Global warming (বিশ্ব উষ্ণায়ন) প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি করে গাছ লাগানোর কথা বলছে পরিবেশবিদরা। পূর্ব বর্ধমান Nature and Animal lover’s Association এর উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নং ব্লকের সমুদ্রগড় অঞ্চলের চকরাহাৎপুরে খালবিলের পাড়ে ১০০ টি গাছের চারা লাগানো হল। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরুপ চৌধুরী, তাপস কার্ফা সহ অন্যান্যরা। প্রকৃতি ও পশুপ্রেমী সংঘের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। অপরদিকে, তিনি প্রতিটি মানুষদের গাছ লাগানোর আবেদন জানান।