এনবিটিভি ডেস্কঃ রাজ্যে রাজনীতির গণ্ডি পার হয়ে অন্য রাজ্যে পা রাখার কৌশল আঁটছেন। আজ তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্রকে গোয়া রাজ্যের দায়িত্ব ভার দেওয়া হয়।
ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল গোয়াতে পৌঁছায় ।তৃনমূলের প্রভাবও পড়ে বেশ চোখে ধরার মতো । তৃনমূল কংগ্রেসে যোগদানও করেন সংবাদ মাধ্যমে যানা যায়।গত কিছু দিন পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজনৈতিক ঘুটি সাজিয়ে আসেন।গোয়ার তিন দিনের সফর সফল হয়েছে বলেন জানায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। রাজ্যেতে ফিরেই গোয়ার রাজনীতির রণকৌশল আঁটতে শুরু করেন ।
তৃনমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের পরে অন্য রাজ্যতে কতটা সফল হয় সেটা সময় বলে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
এদিকে সামনে ত্রিপুরাতে নির্বাচন।অনেক বাঁধা পার হয়েও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জনসভাও করেন।