বাসন্তী: কীর্তনের প্রসাদ খেয়ে বাসন্তীতে অসুস্থ প্রায় ৭০ জন। ছোট কলাহাজরা গ্রামে শনিবার রাতে কীর্তন উপলক্ষ্যে প্রসাদ বিতরণ করা হয়। সেই প্রসাদ খাওয়ার পর থেকেই একের পর এক মানুষ অসুস্থ হতে শুরু করে। রাতেই বেশ কয়েকজনকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকিদের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সকাল থেকে তাঁদেরও অনেকেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে এলাকায় মেডিকেল টিমও পাঠানো হয়।