ব্রাউন সুগার- সহ তিনজনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

মালদাঃ প্রায় দুই কেজি ব্রাউন সুগার সহ মনিপুরের এক কারবারি সহ তিনজনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার  বালিয়াডাঙ্গা এবং মোথাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দু কেজি ব্রাউন সুগার তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মনিপুরের বাসিন্দা। অন্য দুই জনের বাড়ি কালিয়াচক এবং মোথাবাড়ি এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান ব্রাউন সুগার মনিপুর থেকে নিয়ে এসেছ কালিয়াচক সহ অন্যান্য জায়গায় পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সালে খান। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। এবং জাহিদুল শেখ। তার বাড়ি মোথাবাড়ি থানার তৌফি এলাকায়। আরেকজনের নাম ইকবাল খান,  বাড়ি মনিপুরের থুবাল এলাকায়। সাতদিনের হেফাজত চেয়ে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ।

Latest articles

Related articles