৬৮ তম সমবায় সপ্তাহ উদযাপন অন্ডালের পথিকৃৎ হলে

উজ্জ্বল দাসঃ শুক্রবার অন্ডাল ব্লকের পথিকৃৎ হলে উদযাপিত হল আটষট্টি তম সমবায় সপ্তাহ । এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমবায়ের মাধ্যমে ব্লকের সমস্ত স্তরের মানুষের উন্নতি সাধন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।  এ ছাড়াও অন্ডাল ব্লকের জেলা পরিষদের নেতা কাঞ্চন মিত্র ,মিনতি হাজরা ও আরও অনেক তৃণমূলের নেতৃবৃন্দ ।

এই অনুষ্ঠানে এসে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান , সারা দেশ তথা রাজ্যজুড়ে সমবায় আন্দোলনের সমবায় সপ্তাহ চলছে। আজ তার ষষ্ঠ দিন,এদিন এই সমবায় সপ্তাহ অন্ডাল ব্লকে পালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “জেলা ভাগ হওয়ার পর আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা নতুন জেলা তাই পশ্চিম বর্ধমান জেলায় অনেক কিছুই নেই । আবার অনেক কিছু যুগ্মভাবে রয়েছে তাই পশ্চিম বর্ধমান জেলায় মাননীয় মন্ত্রীর কাছে তাঁরা দরবার করবেন যাতে এই জেলায় কো অপারেটিভ ট্রেনিং সেন্টারটি তৈরি করা যায় ।”

নয়ন বাবু বলেন, এ বিষয়ে অন্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বাবুর সাথে কথা হয়েছে, তিনি জায়গা দেওয়ার আশ্বাস দিয়েছেন । তাই তিনি আশাবাদী,  মাননীয় মন্ত্রীর কাছে দরবার করলে খুব শীঘ্রই এখানে একটি কোঅপারেটিভ ট্রেনিং সেন্টার তৈরি হবে ।

Latest articles

Related articles