“আপাতত বিদায়,পশ্চিমবঙ্গ বিজেপি!” ট্যুইট করে জানালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়

এনবিটিভি ডেস্কঃ  বরাবরই দলে থেকে দলীয় নেতৃত্বদেরকেই আক্রমণ করে এসেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। কখনও রাজ্য নেতৃত্ব, তো আবার কখনও শীর্ষ নেতৃত্ব। সর্বদাই তাঁর মুখে শোনা গিয়েছে দলের বিরুদ্ধাচারণ। আর এই কাজের জন্য কম সমালোচিতও হননি তিনি।


ইতিপূর্বে তাঁর টুইট ঘিরে অনেক জল্পনা তৈরি হলেও,আজ আরও এক বিদায়ী শুরের টুইট। আজ শনিবার সকালে তিনি একটা টুইট করেন।

আর এই পোস্ট নিয়ে হইচই পড়ে গেল রাজনৈতিক মহলে। ট্যুইটারে তিনি লেখেন,কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!

তথাগত রায়ের টুইট। 

 

বর্ষীয়ান বিজেপি নেতার এই পোস্ট ঘিরে ফের শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। তবে কি এবার ৩১ বছরের সম্পর্ক ভেঙে দিয়ে  বিজেপি ছেড়ে চলে যাবেন তথাগত রায়? তবে এর জবাব সময়েই বলে দেবে মনে করছেন রাজনৈতিক মহল।

Latest articles

Related articles